• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

বাসচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণীর মৃত্যু

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ০৬:৪২
বাসচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণীর মৃত্যু
ছবি : সংগৃহীত

নাটোরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণী প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম মো. মেজবাহ (২৫) ও মোছা. মরিয়ম (১৯) বলে জানা গেছে। তাদের দুজনেরই বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে দুই তরুণ-তরুণী সদর উপজেলার হয়বতপুরের দিক থেকে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে গাজির বিল এলাকায় নাটোরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. অনিক বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং বাসটি আটক করে। নিহতদের পরিচয় সনাক্ত করা গেছে। দুজনের পরিবারকেই খবর দেওয়া হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক মাস ৯ দিন পর মাথায় গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু
সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের মৃত্যু
সৈকতে তরুণীকে কান ধরে ওঠবস করানো যুবক ডিবি হেফাজতে
ভৈরবে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থীর মৃত্যু