• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

পাটগ্রামে ছিটমহল বিলুপ্তির নবম বর্ষপূর্তি উদযাপন 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১২:১৮
ছবি : আরটিভি

লালমনিরহাটের পাটগ্রামে ছিটমহল বিলুপ্তির নবম বর্ষপূর্তি পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল বড়খেঙ্গী এলাকার মুজিব-ইন্দিরা নগরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি গোলাম মতিন রুমি। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু ও রেজওয়ানা পারভীন সুমি। সভায় বিলুপ্ত ছিটমহলের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড় জেলার বাসিন্দা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। ছিটমহল বিনিময়ের দিনটিকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ছিটমহলের বিলুপ্তি ঘোষণা ও ছিটমহল বিনিময় করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ
পাটগ্রামে ঘন কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত
দাম্মামে জমকালো আয়োজনে আরটিভির বর্ষপূর্তি উদযাপন 
২০ বছরে পদার্পণ করল আরটিভি