• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ০৮:২৯
ছবি: আরটিভি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক ও স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির নিষিদ্ধ করায় সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরাম চাঁদপুরের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী ও সাংস্কৃতিক সংগঠকরা অংশ নেন।

সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা এম আর ইসলাম বাবুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে থিয়েটার ফোরাম চাঁদপুরের সভাপতি শহীদ পাটোয়ারী, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য কন্ঠশিল্পী রূপালি চম্পক, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, পুরানবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, কবি ও লেখক ডা. পীযুষ কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সহসভাপতি বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য শিল্পকলার সামনের রাস্তায় এসে দাঁড়াইনি। আমরা সাংস্কৃতিক কর্মীরা আজ রাজপথে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায় করতে। একাত্তরের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের শিল্প সংস্কৃতির ওপর সেই স্বাধীনতার পরাজিত শক্তি আঘাত হানার চেষ্টা করছে।

তারা আরও বলেন, কোটা আন্দোলন ছাত্রদের নৈতিক অধিকার। আমরা চাই মেধার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ধন্যবাদ জানাই এজন্য আপনি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। শিক্ষার্থীদের মাঝে কারা অনুপ্রবেশ করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের সাধারণ মানুষদের হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে থিয়েটার ফোরাম চাঁদপুরের সাধারণ সম্পাদক বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, আনন্দ ধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, রংধনু নৃত্য সংগঠনের সভাপতি সাধনা সরকার অনু, নৃত্যাঙ্গনের অধ্যক্ষ রুমা সরকার, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, চাঁদপুর ড্রামার নাট্যাভিনেতা মজিবুর রহমান দুলাল, পরিমল দাস নুপুর, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, নাট্যাভিনেতা কার্তিক সরকার, অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য সচিব আলমগীর হোসেন, নাট্যাভিনেত্রী আশা আক্তার রুনা, বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা কন্ঠশিল্পী মনোজ আশ্চার্যী, বাউল শিল্পী গোষ্ঠী সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, নাট্যাভিনেতা এ কে আজাদ, মানিক পোদ্দার, জয়ধ্বনি সঙ্গীত বিদ্যায়তনের অধ্যক্ষ সুদীক কর, থিয়েটার ফোরামের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পিএম বিল্লাল, বীর মুক্তিযোদ্ধা মোহনবাশী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা অজিত দত্ত, অরুপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাধন দত্ত, নাট্যাভিনেত্রী সপ্তমী রায়, বিনিময় নাট্যগোষ্ঠীর সভাপতি আলিম আল রাজী কবির, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপ্রা মজুমদার, সাংস্কৃতিক সংগঠক মনির হোসেন মান্না, অভিজিত আশ্চার্যী, অভিজিত রায়, দেবব্রত সরকার বিজয়সহ বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা
মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার