• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৬:৫৯
ফাইল ছবি

রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে ধানখেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রাজ্জাক মল্লিক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কোনাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত হাতেম আলী মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুর রাজ্জাক মল্লিক বাড়ির পাশের ধানখেতে পানি দেওয়ার জন্য পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশের জমিতে কাজ করা কৃষকরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার্স আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রেলমন্ত্রীসহ ১০ জনের নামে মামলা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, শিক্ষকসহ ৩ জন হাসপাতালে
রাজবাড়ীর চার থানায় নতুন ওসি
হেলমেট পরা মোটরসাইকেল চালকদের পুলিশের ফুলের শুভেচ্ছা