• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

নোয়াখালীতে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ০৭:২২
নোয়াখালীতে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার 
ছবি : সংগৃহীত

নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ২৪ ঘণ্টায় জেলার সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে দলটি।

বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বেগমগঞ্জের সোনাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরের নবী, নোয়াখালী পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের জামায়াত কর্মী শাহেদ।

জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার বলেন, এর আগে গত ২৮ জুলাই ঢাকা থেকে চাটখিল পৌর জামায়াতের সেক্রেটারি সাফায়াত হোসেন ও ২৯ জুলাই দিবাগত রাতে সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মো. সাহাব উদ্দিনকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির 
জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে আহতদের হাসপাতাল গেটে পুনরায় পিটিয়েছে সন্ত্রাসীরা
ফ্যাসিস্ট আমলে সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল: জামায়াত আমির
পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা