• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ২৩:৪৮
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুইটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (৩১ জুলাই) বিকেলে আদিতমারী সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাটগ্রাম উপজেলার সরকারেরহাট মুসলিমপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

সূত্র মতে, কালীগঞ্জ উপজেলার কাকিনা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা আদিতমারীতে যাচ্ছিল। অপরদিকে লালমনিরহাট থেকে কাকিনা যাচ্ছিল আরেকটি যাত্রীবাহী অটোরিকশা। পথিমধ্যে আদিতমারী সোনালী ব্যাংক এলাকায় পৌঁছালে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত সকলকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আদিতমারী থানার এসআই আজিজার রহমান বলেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। তার পরিবারের কেউ এখনও আসেনি। তারা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১ 
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫