• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা, উত্তাল সিলেট

আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১৪:০৩
বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা, উত্তাল সিলেট
ছবি : আরটিভি

শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে সিলেট। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পদযাত্রা নিয়ে সুবিদ বাজারে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে।

দুপুর ১টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পুলিশ বিক্ষোভকারীদের দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে শাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ২০০ থেকে ৩০০ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারের দিকে যান।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি স্পষ্টভাবে ঢাকা মেডিকেলে গিয়ে ছাত্র হত্যার বিচার চেয়েছি: নাসিম
সোনারগাঁয়ে শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সালমান হত্যার বিচার না করার দায়ভার শেখ হাসিনার ওপর চাপালেন নীলা
চাঁদপুরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন