• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১১:২৪
কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার ধাক্কায় মফিজ উদ্দিন (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন সকাল সাড়ে ৭টার দিকে অটোরিকশায় করে ফুলবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর মৃধাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমরে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা থাকা মফিজ উদ্দিন নিহত হন। অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বলেন, নিহত পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের
বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২
ট্রাকচাপায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের