• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ০৩:৩৮
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর হামলায় শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় নাটোরের আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুর ১২টায় কলেজ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, মো. দেলোয়ার হোসেন খান নাটোর জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক।

এ বিষয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ‘নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদের ইন্ধন দেওয়ার অভিযোগে তাকে (অধ্যক্ষ) গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পর সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা আটটি মামলায় সোমবার পর্যন্ত শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ১১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো, আদালতে যা বললেন মানিক
ঢাকার আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি শহীদুল
তৌফিক-ই-ইলাহীকে আদালতে তোলা হবে আজ