লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ, আটক ১
লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় আট দফা দাবি আদায়ের লক্ষ্যে শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এ সময় নানা স্লোগানে মুখরিত থাকতে দেখা গেছে আন্দোলনকারীদের। পরে তারা ঢাকা-রায়পুর সড়কে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।
এ সময় নাফিস আহম্মদ ইকরাম নামে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের ব্যাগ তল্লাশি করে হাতুড়ি পাওয়ায় তাকে আটক করে পুলিশ। এ ছাড়া নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইকরাম নামে এক ছাত্রের ব্যাগে হাতুড়ি পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন