• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ, আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ২২:৪০
আন্দোলনকারী শিক্ষার্থীরা
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় আট দফা দাবি আদায়ের লক্ষ্যে শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এ সময় নানা স্লোগানে মুখরিত থাকতে দেখা গেছে আন্দোলনকারীদের। পরে তারা ঢাকা-রায়পুর সড়কে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।

এ সময় নাফিস আহম্মদ ইকরাম নামে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের ব্যাগ তল্লাশি করে হাতুড়ি পাওয়ায় তাকে আটক করে পুলিশ। এ ছাড়া নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইকরাম নামে এক ছাত্রের ব্যাগে হাতুড়ি পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল্টা ডিগ্রি কলেজের নতুন সভাপতি শাকিল চৌধুরী 
ভিসি নিয়োগের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চবি শিক্ষার্থীদের
লক্ষ্মীপুরে সাবেক এমপি পিংকুসহ ১৬৩ জনের নামে মামলা 
আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে জাবি