• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ১৪:১৯
সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ
ছবি : সংগৃহীত

জামালপুর-সরিষাবাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে স্লুইচগেট মোড়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির।

স্থানীয়রা জানান, সকালে এলাকার লোকজন সড়কের পাশে এক যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে একটি সাদা রঙের পায়জামা ছিল।

এ বিষয়ে ওসি মহব্বত কবির বলেন, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জামালপুর-সরিষাবাড়ি সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে এলাকার লোকজন খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের পর হত্যার বিষয়ে নিশ্চিত হতে পারবো। এ ব্যাপারে সদর থানায় মামলা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামালপুরে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বিলে ভাসছিল যুবকের মরদেহ
পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০