• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনি, ২ জনকে পুলিশে সোপর্দ

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ১২:০৭
অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনি, ২ জনকে পুলিশে সোপর্দ
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে দুজনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন তারা।

রোববার (২৮ জুলাই) উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মিরকাদিম পৌরসভার কালিন্ধিপাড়ার নাঈম ভূঁইয়া (২১), একই পৌরসভার গোপপাড়া এলাকায় মো. রাকিব (২২)।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মো. সিয়ামের অটোরিকশা ভাড়া করেন নাঈম ও রাকিব। দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুরে রওনা দেন তারা। দুপুর দেড়টার দিকে তারা আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছান। এ সময় অটোরিকশাচালক সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে তাদের সঙ্গে অটোরিকশাচালকের ধস্তাধস্তি হয়। চালক সিয়াম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করেন।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৬
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫
রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত  
নিখোঁজ অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার