• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক জাহিদ

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ১১:২৬
কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক জাহিদ
ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ জুলাই) দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক এ ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, নির্বাচনে ৫৭ ভোটের বিপরীতে ১৭ পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এরমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই পদের প্রার্থীরা। বাকি ১৫টি পদে ভোট করেন ৩১ জন।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, ডেইলি অবজারভার প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল ও ডেইলি আওয়ার টাইমের মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি বাহার রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক পদে জিটিভি প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কুমিল্লার আলোর নেকবর হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেশ রূপান্তরের মো. দেলোয়ার হোসেন জাকির নির্বাচিত হন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তাওহীদ হোসেন মিঠু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক ময়নামতির মামশাদ কবির, কালবেলা প্রতিনিধি দিলীপ মজুমদার, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক ও সমকাল প্রতিনিধি মো. কামাল উদ্দিন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০১৮ সালের সংসদ নির্বাচনে ভোট চুরি নিয়ে অনুসন্ধান করবে দুদক
আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: জামায়াত সেক্রেটারি
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ
জাকসু নির্বাচন উপলক্ষে ‘পরিবেশ পরিষদ’ গঠন