• ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
logo

পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২৪, ১৪:২৯
ফাইল ছবি

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পুকুরে ডুবে সিয়াম হোসেন (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার শিতলী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সিয়াম কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামের শামীম হোসেনের ছেলে। সে মিতলী গ্রামের রোকেয়া বেগম হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুর ১২টার দিকে তার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় সিয়াম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে বেলা ৩টার সময় তাকে ক্লাসে না পেয়ে মাদরাসার শিক্ষক ও ছাত্র মিলে ওই পুকুরে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায় না। এক পর্যায়ে আজ সকালে ওই পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার
গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ২
ঝিনাইদহ থেকে ত্রাণ নিয়ে আসলেন কুমিল্লার বন্যার্তদের জন্য
জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ৩