• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

মুন্সীগঞ্জে ১০ ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ০৯:০৬
ফাইল ছবি

মুন্সীগঞ্জ শহরে কারফিউ চলার সময় পরপর ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সোয়া ১১টার দিকে শহরের খালইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এক বাসিন্দা জানান, খালইস্টের মেথরপট্টির কাছে রাত সোয়া ১১টার দিকে আকস্মিক ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে আশপাশের এলাকার মানুষ। কারফিউ অবস্থায় পুরো জেলাই ছিল শান্ত।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব গণমাধ্যমকে জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করা যায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরিচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৬১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, প্রাণ গেল যুবকের
পদ্মায় ট্রলারডুবি, বাদ্যকর নিখোঁজ