• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

হামলায় আহত সেই ছাত্রলীগ নেতা মারা গেছেন

আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২৪, ২৩:১৮
ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার ৮ দিন পর মানিকগঞ্জের শিবালয়ের ছাত্রলীগ নেতা রাকিব মোল্লা (২৫) মারা গেছেন।

সোমবার (১৫ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ডিএল রাকিব উপজেলার দশচিড়া গ্রামের লাবলু মোল্লার ছেলে ও উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই পক্ষের চরম দ্বন্দ্ব চলছিল। তার জের ধরে গত ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। ঘটনার আট দিন পর সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত এপ্রিল মাসে স্থানীয় আলমগীর হোসেন ও রাকিবের সঙ্গে দ্বন্দ্বের জেরে থানায় পাল্টাপাল্টি মামলা হয়। মাসখানেক আগে রাকিব আলমগীর পক্ষের লোকজনকে মারধর করে। এর জের ধরেই রাকিবের ওপর হামলা হয়।’

তিনি আরও বলেন, ‌‘ছাত্রলীগ নেতা মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
বাসায় ফেরার পথে হামলার শিকার তিন ভাই, একজনের মৃত্যু
গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত
মাজারে হামলাকারীদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই: ফরহাদ মজহার