• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

কুমিল্লায় ছাত্রলীগ সভাপতিকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২৪, ১৫:৪০
কুমিল্লায় ছাত্রলীগ সভাপতিকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২
ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীতে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের ওপর হামলার ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘গেল ১৩ জুলাই নগরীর রানীর দিঘীরপাড় থেকে ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম সবুজকে অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে আহত করে মোবাইল ফোন, নগদ অর্থ ছিনতাই করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।’

ছাত্রলীগ নেতা সবুজ চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধণিজকরা গ্রামের গোলাম মোহাম্মদ মজুমদারের ছেলে।

এ ঘটনায় মামলা হলে সোমবার ভোর রাতে পুলিশ নগরীর দক্ষিণ চর্থা ও রানীর বাজার এলাকা থেকে মো. রকি (১৯) এবং আল মোকাদ্দিম রিয়াজ (২৫) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইকৃত টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রেলমন্ত্রীর বিছানায় টাকার ছড়াছড়ি, খেলছে শিশুরা
কুমিল্লার ১২ থানায় বড় রদবদল
রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত
এক মাস ৯ দিন পর মাথায় গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু