• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:০৪

৮ ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৮টার দিকে ওই রুটের বিদ্যাগঞ্জ স্টেশনের কাছে জামালপুর পাওয়ার প্লান্টের জন্য তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে কেওয়াটখালি থেকে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ শুরুর ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সকাল সোয়া ৮টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এতে ময়মনসিংহ, জামালপুর, পিয়ারপুরসহ বিভিন্ন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও কমিউটার, দেওয়ানগঞ্জগামী তিস্তা ও কমিউটার, তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস এবং যমুনা সেতু পূর্বগামী ধলেশ্বরী এক্সপ্রেস আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার গাউসুল মনির জানান, দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিনসহ লাইনচ্যুত ৪টি বগি উদ্ধার করা হয়েছে। বিকেল সোয়া ৪টা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh