• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ১১:৫৪
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের মেয়ে সুভাত্রা (৯) ও পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া নিটাল ডোবা এলাকার জয়নালের স্ত্রী শাহারা বানু (৪০)।

স্থানীয়রা জানায়, রোববার (৭ জুলাই) ভোররাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল সুভাত্রা। হঠাৎ ব্যথা অনুভব করলে সে তার মাকে বলে, কী যেন তাকে কামড় দিয়েছে। পরে তার মা দেখেন, ঘর থেকে একটি সাপ বেরিয়ে যাচ্ছে। তবে কী সাপ সেটা তিনি বলতে পারেননি। ভোর ৫টার দিকে সুভাত্রার মৃত্যু হয়।

অপরদিকে, শনিবার সন্ধ্যায় বাড়িতে কাজ করার সময় শাহারা বেগম নামে এক নারীকে সাপে কামড় দেয়। রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে বাসচাপায় ব্যবসায়ী নিহত 
আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২
সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত
পাবনায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩