• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

আনোয়ারায় অটোরিকশা উল্টে প্রাণ গেল ইমামের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ০৯:৫৯
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে আবু ছৈয়দ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় আনোয়ারা-বরকল সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু ছৈয়দ উপজেলার বরুমচড়া এলাকার বাসিন্দা ও বারশত ইউনিয়নের দুধকুমড়া জামে মসজিদের ইমাম ছিলেন। দুর্ঘটনার পর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আবু ছৈয়দকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহত ব্যক্তিরা হলেন, গুলতাজ বেগম (৬০), রুজি আক্তার (৩৫), সুলতানা (১০), নুর জাহান (৭০) ও মো. হাসান (১৯)। তাদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
পাচারকালে ১৭ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৩
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 
চট্টগ্রামে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু