স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সংস্কৃতির কোনো বিকল্প নেই: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার সোনার মানুষ চেয়েছিলেন, সেই সোনার মানুষ গড়তে হলে এবং তার কন্যা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই স্মার্ট বাংলাদেশের যে চারটি স্তম্ভ। তার মধ্যে অন্যতম স্মার্ট নাগরিক। সেই স্মার্ট নাগরিক গড়তে হলে আমাদের সংস্কৃতির কোনো বিকল্প নেই।
শুক্রবার (৫ জুলাই) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের একযুগ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, আমরা যেমন আমাদের সন্তানদেরকে পড়াশোনা শেখাবো, এবং সেই পড়াশোনাটা হতে হবে আনন্দময় এবং সেটি হবে তার সৃজনশীলতাকে আরও বিকশিত করবার একটি মাধ্যম।
সংগঠনের সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গবেষক প্রবন্ধকার ও সাহিত্যিক সরকার আব্দুল মান্নান, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী রুপা চক্রবর্তী, সংগঠনের অধ্যক্ষ বিশিষ্ট কণ্ঠশিল্পী সুদীপ কর প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত।
অনুষ্ঠানের চাঁদপুরের পাঁচজন সংগীত ওস্তাদকে সম্মাননা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের শিল্পীরা অংশ নেয়।
মন্তব্য করুন