• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে ফাটল, যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ২২:০৭
খাগড়াছড়ি
ছবি: আরটিভি

খাগড়াছড়িতে ভারী বর্ষণের ফলে সিন্দুকছড়ির ধুমনিঘাট কাটাপাহাড় এলাকায় সড়কে ফাটল ধরায় যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে সড়কে ফাটল ধরার বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।

তিনি জানান, গেল কয়েক দিনের প্রবল বর্ষণে পাহাড়ি সড়কটির একপাশের মাটি দেবে গিয়ে সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিষয়টি জানার পর বিকেলে সড়ক সংস্কারের কাজ শুরু হয়।

সড়ক দেবে যাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ি থেকে গুইমারার জালিয়াপাড়ার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সংস্কার কাজ শেষ করতে কতদিন সময় লাগবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি সড়ক বিভাগ সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে সড়কটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থীর মৃত্যু
ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা
সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট