• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

কুসিকে ১ হাজার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৯:৫৬
কুসিকে ১ হাজার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা 
ছবি : আরটিভি

কুমিল্লা সিটি করপোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ বছর প্রস্তাবিত বাজেটের পরিমাণ ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।

রোববার (৩০ জুন) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের অতিন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মো. মাসুদুর রহমান। বাজেটে উন্নয়ন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়।

সিটি করপোরেশনের নিজস্ব আয় ও উন্নয়ন অনুদান প্রাপ্তি শেষেও এ বাজেটে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকার প্রারম্ভিক তহবিল রয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্যানেল হাবিবুর আল আমিন সাদি, মনজুর কাদের মনি ও কাউছারা বেগম সুমিসহ সিটি করপোরেশনের অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ
পরিচ্ছন্নতা কর্মীদের ভবন নির্মাণে ব্যয় বাড়ল
ঢাকা রক্ষায় এক হচ্ছে দুই সিটি করপোরেশন
দুই সিটিতে সাধারণ ছুটি ঘোষণা