• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

কেএনএফের আরও ৩০ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ১৫:৩১
কেএনএফের আরও ৩০ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর
ছবি : আরটিভি

দ্বিতীয় দফায় বান্দরবান জেলা কারাগার থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ জন সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান জেলা কারাগারের জেলার মো. জান্নাত-উল-ফরহাদ।

তিনি বলেন, বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলান না হওয়ায় গ্রেপ্তার কেএনএফ সদস্যদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১১ জুন ১৬ নারীসহ ৩১ জন কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর বিশেষ অভিযান। এ অভিযানে কেএনএফের সর্বমোট ১১০ জন সদস্য ও সহযোগীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি বদিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর 
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত
বান্দরবানে কেএনএফের আরও ৫ সদস্য গ্রেপ্তার
বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্য নিহত