• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

জাহাজের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২৪, ১৬:৪৫
ছবি : আরটিভি

বাগেরহাটের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলে যমুনা-২ নামে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এ দুর্ঘটনায় ওই ট্রলারে থাকা মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ জেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আবদুর রশিদ শেখের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।

মোংলা নৌপুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, সকালে মোংলা ঘষিয়াখালীর নৌ-চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ওই রুটদিয়ে যাওয়া গ্যাসবাহী জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই জেলের ভেতরে তরিকুল শেখ নামে এক জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গ্যাসবাহী জাহাজটিকে আটক করা না গেলেও শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এলপিজি পরিবহনকারী একটি জাহাজের ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
বাগেরহাটে প্রজনন খামারে ১৮ মহিষের মৃত্যু
বাগেরহাটে বিনামূল্যে ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা 
যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস চালানোর আহ্বান