• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

চলন্ত বাস উল্টে গেল মহাসড়কে, সুপারভাইজার নিহত

স্টাফ রিপোর্টার (ফরিদপুর), আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৪, ১৪:৫৬

ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের ওপর চলন্ত যাত্রীবাহী বাস উল্টে মারা গেছেন বাসের সুপারভাইজার। এ সময় আহত হয়েছেন আরও তিন ব্যক্তি। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম।

নিহত ওই বাস সুপারভাইজারের নাম রাজন বেপারী। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের একটি বাস গজারিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ৩ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫
রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, থাকছে অন্যান্য সুবিধা  
বাস উল্টে ১১ শ্রমিক আহত
কিশোরগঞ্জে বাস উল্টে খাদে, আহত ৫