• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত 

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৪, ১১:১৯
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত 
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে ৪ থেকে ৫ জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলার গোড়ল এলাকার তদন্ত কেন্দ্রের পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ।

তিনি বলেন, ‘এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবা সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি
সীমান্তে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে বিএসএফ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে ২ বাংলাদেশি নিহত