• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ০৫:৫০
মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্ষ্যং সীমান্তে মাইন বিস্ফোরণে আনোয়ার (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২২ জুন) সন্ধ্যার দিকে হোয়াইক্ষ্যংয়ের লম্বাবিল এলাকায় মিয়ানমারের সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে গিয়ে কথা হলে আহত আনোয়ার জানান, তিনি নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিলাম। সেখান থেকে মিয়ানমারের ভেতরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু সীমান্তের পিলারে পা দিতেই বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে জ্ঞান ফিরলে দেখেন তার বাম পা নেই।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকটির বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন তিনি।

টেকনাফ হোয়াইক্ষং ফাঁড়ির উপ পরিদর্শক শাহাদৎ সিরাজী বলেন, আমিও বিষয়টি মানুষের মাধ্যমে শুনেছি। কিন্তু সঠিক তথ্যটি পাচ্ছি না। বিজিবির সঙ্গেও যোগাযোগ করেছি কিন্তু তারাও কিছু জানে না।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে ৫৮ জেলেকে ফেরত আনলো কোস্টগার্ড
পূজার ছুটিতে বেনাপোল সীমান্তে যাত্রী পারাপারে ভিড়
মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, ঢাকার প্রতিবাদ
দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা