• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরাইলে যুবলীগের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৫০

যুবলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা ছাড়াই রোববার দুপুর একটার দিকে শাহবাজপুর প্রথম গেইটের সামনে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।

অবরোধকারীরা এসময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের বিরুদ্ধে শ্লোগান দেয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, সরাইল উপজেলা যুবলীগের নেতারা টাকার বিনিময়ে শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করে। এই কমিটিতে জাতীয় পার্টি ও ছাত্রদলের কর্মীদের জায়গা দেয়া হয়।

বিক্ষুব্ধরা অবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে একঘণ্টার এই অবরোধে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক যাত্রীই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে সরাইল উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মোবাইল ফোন করা হলেও তারা কেউ ফোন ধরেননি।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
X
Fresh