• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

সারিয়াকান্দিতে রাতের আঁধারে কিশোর খুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১০:৪১
সারিয়াকান্দিতে রাতের আঁধারে কিশোর খুন
ছবি : আরটিভি

বগুড়া সারিয়াকান্দিতে লিজান বাবু (১৪) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। লিজান বগুড়া ধনুট উপজেলার চিকাশি ইউনিয়নের হোটের পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রোববার (৯ জুন) রাত ১২টার দিকে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নেন সুতানারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুতানারা গ্রামের ইউক্যালিপ্টাস বাগানের পাশে লিজান বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, লিজানের সঙ্গে থাকা অন্য একজন কিশোর দৌঁড়ে পালিয়ে লিজানের বাড়িতে খবর দেয়। পরে লিজানের মা ঘটনাস্থলে আসে। এরপর ঘটনাটির বিষয়ে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লিজানের মরদেহ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিজানের গলায় দাগ রয়েছে। তাই তারা মনে করছেন, শ্বাসরোধ করে লিজানকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে সোমবার সকাল পর্যন্ত সারিয়াকান্দি থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে আমাদের তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়া সারিয়াকান্দিতে বাঙালি ও যমুনা নদীর পানি বৃদ্ধি
৮ মাস ধরে বন্ধ সারিয়াকান্দির নারী প্রশিক্ষণ কেন্দ্র
শেখ হাসিনার পদত্যাগে সারিয়াকান্দিতে বিজয় মিছিল
বিপৎসীমার নিচে সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি