• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

নলছিটিতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ মে ২০২৪, ০৯:০৫
নলছিটিতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী।

নিহত সামিয়া আক্তার (৫) ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে ও সাবিনা আক্তার (৬) বাচ্চু হাওলাদারের মেয়ে। জাকির ও বাচ্চু আপন ভাই।

স্থানীয়রা জানান, সামিয়া ও সাবিনা স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বিকেলে পরিবারের লোকজন তাদের কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তাদের জুতা দেখতে পায়। পরে পুকুরের পানিতে নেমে সামিয়া আক্তার ও সাবিনাকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী।

তিনি বলেন, নলছিটিতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 
পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
পুকুরে ডুবে শিশুর মৃত্যু