• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

কালীগঞ্জে ২ টাকায় দুপুরের খাবার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ২৩:২৬
ছবি : আরটিভি

দুই টাকার বিনিময়ে অসহায় পথশিশু ও শ্রমজীবী মানুষের হাতে দুপুরের খাবার তুলে দিয়েছে ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ২টায় ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্টান্ড জামে মসজিদের গেটে ‘তৃপ্তির হাসি ফুটুক মলিন মুখে’ স্লোগান নিয়ে এ খাবার বিতরণ করা হয়।

প্রতি মাসের নিয়মিত আয়োজনের ৫ম পর্বে বৃহস্পতিবার কালীগঞ্জে ২০০ শ্রমজীবী পথিকের মধ্যে এ খাবার তুলে দেওয়া হয়। দুই টাকায় দুপুরের খাবার সাদা ভাত ও মুরগির গোস্ত পেয়ে শ্রমজীবীরা জানালেন এটা তাদের কাছে স্বপ্নের মতো।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সহসমন্বয়ক মো. মারুফ হোসেন। এ ছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবক মো. মনিরুল ইসলাম, মো. রিয়াদ হোসেন, ওমর ফারুক, মো. শামসুল কবীর, শাহেদ মাহমুদ, জুবায়ের হুসাইন, মো. ওমর ফারুক, মো. নাজমুল হুসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম জানান, শ্রমজীবী ও অসহায়রাও তাদের মতো করে আত্মসম্মান নিয়ে সমাজে বসবাস করছেন। সম্পূর্ণ ফ্রিতে খাবার দেওয়া হলে তাদের আত্মসম্মানবোধে আঘাত করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফ্রিতে না দিয়ে দুই টাকায় তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছি।

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, প্রতিনিয়ত আমাদের কত টাকা তো এদিক-সেদিক খরচ হয়। আমাদের চারপাশে থাকা শ্রমজীবী ছিন্নমূল পথশিশুদের জন্য কি আমরা এই সামান্য অর্থ ব্যয় করতে পারি না। আমরা মনে করি সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের সহযোগিতা করার জন্য অঢেল ধনসম্পদের চেয়ে সুন্দর মানসিকতাই বড়।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই তরুণীর অনশন
ঝিনাইদহে প্রয়াত সংসদ সদস্য বেল্টুর জন্য দোয়া ও আলোচনা সভা
ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩১ জন আটক
টিকা নেওয়ার সময় অসুস্থ ৪০ মাদরাসা ছাত্রী