• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৯ নভেম্বর ২০১৭, ১১:৪১

ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের মাঠের পাশে একটি বাড়িতে আধুনিক আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১৪। এসময় তারা সোহেল নামে এক যুবককেও আটক করেছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে র‌্যাব অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, কমান্ডো নাইফ, চাপাতি, তলোয়ার সহ বেশ কিছু ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজ মাঠের পাশে মঈন উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বাড়ির ভেতর থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় সোহেল নামে একজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, কমান্ডো নাইফ, চাপাতি, তলোয়ারসহ বেশ কিছু ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এসএস /এ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে কিল-ঘুষিতে কিশোর খুন
ময়মনসিংহে ছুরিকাঘাতে শ্রমিক খুন
ময়মনসিংহে ২ বাসের সংঘর্ষ : নিহতদের পরিচয় মিলেছে  
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
X
Fresh