• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

নেত্রকোনা প্রতিনিধি

  ২৮ নভেম্বর ২০১৭, ১৬:৪২

নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী।

মঙ্গলবার দুপুরে উপজেলার সুখারী গ্রাম থেকে নিহত রুমা আক্তারের(৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

রুমা ওই গ্রামের জামাল উদ্দিন সরকারের স্ত্রী এবং একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এর আগে ২০০৭ সালের ৭ নভেম্বর জামাল উদ্দিন তার ছোটভাই জালাল উদ্দিনের স্ত্রী জহুরা খাতুনকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছিলেন।

একইভাবে গতকাল সোমবার দিনগত রাতের কোনো একসময় স্ত্রীকে হত্যার পর মঙ্গলবার সকালে থানায় এসে আত্মসমর্পণ করেন।

আটপাড়া থানার পরিদর্শক(তদন্ত) এটিএম মাহমুদুল হাসান আরটিভি অনলাইনকে জানান, জামাল উদ্দিনের সঙ্গে রুমার পারিবারিক কলহ লেগেই থাকত। গতকাল রাতে মশার কয়েল নিয়ে তর্ক হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এর জের ধরে রুমাকে শ্বাসরোধ করে হত্যা করে জামাল উদ্দিন।

তিনি জানান, জালাল উদ্দিন তার ছোট ভাইয়ের স্ত্রী হত্যা মামলায় কয়েক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসেন।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh