• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৮ নভেম্বর ২০১৭, ১৫:৩২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুজন ওরফে চেতন পণ্ডিত হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে মো. আকবর আলী, মো. জালাল উদ্দিনের ছেলে তানভীর হাসান আনিছ ও আব্দুস সোবহানের ছেলে মো. আকরাম হোসেন।

রায় ঘোষণার সময় আকরাম হোসেন পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৩০ আগস্ট সন্ধ্যার দিকে সুজনকে হত্যার পর মরদেহ প্রতিবেশী আব্দুল মালেকের ফিসারির দক্ষিণ-পশ্চিম কোণের ইউনিয়ন পরিষদের রাস্তার ওপর ফেলে রাখে।

এ ব্যাপারে তারাকান্দা থানায় মামলা করা হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আদালতে দুইজন প্রত্যক্ষদর্শী ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে মো. আকবর আলী, তানভীর হাসান আনিছ ও মো. আকরাম হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

সেইসঙ্গে প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh