• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

সাতক্ষীরা প্রতিনিধি

  ২১ নভেম্বর ২০১৭, ১৪:৫৪

মোবাইল ফোনে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতা সুলাইমান গাজীকে জবাই করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের ভাই সামিউল্লাহ বাদী হয়ে সোমবার রাতে আশাশুনি থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ আমিরুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন আরটিভি অনলাইনকে জানান, নিহতের ভাই সামিউল্লাহ বাদী হয়ে ওহাব আলী পেয়াদাকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গেলো রোববার রাত আটটার দিকে আওয়ামী লীগ নেতা সুলাইমান গাজী শোভনালী বাজারে সাহেব আলীর দোকানে ক্যারাম খেলছিলেন।

এ সময় একটি মোবাইল থেকে কল আসায় তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।

পরে রাত প্রায় নয়টার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে সুলাইমানকে পাওয়া যায়নি।

একপর্যায়ে সোমবার ভোরে কৈখালি পানির ট্যাঙ্কি থেকে ১০০ হাত দূরে সুলাইমানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

নিহত সুলাইমান শোভনালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh