• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে নারীশ্রমিক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

  ২০ নভেম্বর ২০১৭, ০৯:৫৬

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারীশ্রমিক নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগর-দোস্তপাড়া মণ্ডল রাইচ মিলে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সাবিয়া খাতুন (৫৫)। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন মণ্ডল জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় দাউদ মণ্ডল রাইস মিলে একটি ছোট বয়লারে ধান সিদ্ধ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ বয়লারে বিস্ফোরণ ঘটে। এ সময় শ্রমিক সাবিয়া খাতুন অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাবিয়াকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, দগ্ধ সাবিয়া খাতুনের শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গিয়েছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
কুষ্টিয়ায় ভাই-বোনসহ ৩ শিশুর ডুবে মৃত্যু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
X
Fresh