• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডাস্টবিনে ফেলে যাওয়া নবজাতককে নিয়ে বিড়ালের টানা-হেচড়া

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৭, ২৩:৩৬

গাজীপুর মহানগরীর তিনসড়কের একটি ডাস্টবিনে ফেলে যাওয়া নবজাতককে বিড়ালের কবল থেকে উদ্ধার করল এক পোশাকশ্রমিক দম্পতি।

রোববার দুপুরে ঢাকা-গাজীপুর সড়কের পাশের ওই ডাস্টবিন থেকে কয়েক ঘণ্টা বয়সী শিশুটিকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা এ নবজাতককে ডাস্টবিনে ফেলে গেছে তা জানা যায়নি।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, দুপুরে দিকে তিনসড়কের স্প্যারো কারখানার পোশাকশ্রমিক দম্পতি আব্দুল মতিন ও রেখা আক্তার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, শিশুটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বিড়ালের দাঁত ও নখের ক্ষতচিহ্ন রয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। এ মুহূর্তে শিশুটি শঙ্কামুক্ত।

বিষয়টি জয়দেবপুর থানা পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আব্দুল মতিন ও রেখা আক্তার জানান, ‘দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা লক্ষ্মীপুরার ভাড়া বাসায় ফিরছিলাম। তিনসড়কের একটি ডাস্টবিনে প্লাস্টিকের ব্যাগ নিয়ে বিড়াল টানাটানি করছিল।’

এসময় ওই ব্যাগ থেকে বাচ্চার কাঁন্নার শব্দ পেয়ে আমরা এগিয়ে যাই। পরে বিড়াল তাড়িয়ে দিয়ে শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
সিজারের সময় গৃহবধূর মৃত্যু, জীবিত নবজাতক
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
শ্রীপুর উপজেলায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 
X
Fresh