• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

  ১৮ নভেম্বর ২০১৭, ১৭:৫৫

বিদেশ যাওয়ার টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আব্দুর রউফ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

শনিবার দুপুরে জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর বাজারে এই ঘটনাটি ঘটে।

আব্দুর রউফ নাটঘর গ্রামের মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার নাটঘর গ্রামের মোমেন মিয়া বিদেশ যাবার জন্য মোলাম খাঁকে চার লাখ টাকা দেয়। বিদেশ না নেয়ায় টাকার জন্য শনিবার সকালে নাটঘর বাজারে এক শালিস বসে। এ সময় মোমেন মিয়া ও মোলাম খাঁর লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে আব্দুর রউফ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নবীনগর থানার ওসি(তদন্ত) মোহাম্মদ নাজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদেশে যাবার জন্য টাকা নিয়ে সালিশের সময় উভয় পক্ষের সংঘর্ষে আব্দুর রউফ নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষ
X
Fresh