• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি

  ১৩ নভেম্বর ২০১৭, ১৯:৪৭

মেঘনা নদীর নৌ-চ্যানেল খনন কাজের জন্য টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার বিকেল তিনটায় চাঁদপুর হরিণাঘাট থেকে ফেরি কুসুম কলি আলু বাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। কেতকি ও কস্তুরি নামে বাকি দুটি ফেরিও পরপর ছেড়ে যাবে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।

চাঁদপুর বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও বিকেল তিনটার মধ্যে ফেরি চালু করা হয়েছে। এখনও খনন কাজ করা হচ্ছে। তবে ফেরি চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।

চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর নৌ রুটের শরীয়তপুর এলাকায় ডুবোচরের কারণে নদীর নাব্যতা কমে গেছে।

তাই জোয়ার ভাটার ওপর নির্ভর করে ফেরি চলাচল করতে হয়। বিশেষ করে ভাটার সময় ঠিকভাবে ফেরি চলাচল করতে পারে না।

এ জন্য বিআইডব্লিউটিএ জরুরি ভিত্তিতে ড্রেজিং করার উদ্যোগ নেয়। এ জন্য নৌ রুটের চ্যানেলে ড্রেজিং কাজের সুবিধার্থে আগামী ২৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এর আগে রোববার চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, চাঁদপুরের মেঘনা নদীর লক্ষ্মীরচরের বেরা চাক্কি ও শরীয়তপুর ফেরিঘাট এলাকায় প্রায় ৩০০ মিটার নদী খনন করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh