• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৌদ্ধভিক্ষুর ওপর হামলাকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ১৪ জুলাই ২০১৬, ১১:৩৩

কক্সবাজারে বৌদ্ধভিক্ষু উপেনদিতা মহাথেরের ওপর হামলাকারী মং যাই ছিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে বান্দরবানের লামা থেকে তাঁকে গ্রেপ্তার করা

পুলিশ জানান, মং য়াইন ছিন পালিয়ে মিয়ানমারে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার ভোরে কক্সবাজার শহরের অগ্গামেধা বৌদ্ধবিহারের ভেতরে বৌদ্ধভিক্ষু উপেনদিতা মহাথেরকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিহারের জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে উপেনদিতার ওপর হামলা চালান আরেক ভিক্ষু মং য়াইন ছিন। হামলার পর পালিয়ে ছিলেন তিনি।

ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মং থাচিং বলেন, মং য়াইন ছিন হত্যার উদ্দেশে উপেনদিতার ওপর হামলা চালান। কয়েক বছর আগে তাঁকে (মং য়াইন ছিন) ক্যাং থেকে বের করে দেওয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh