• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মিল থাকায় স্থানীয়দের সঙ্গে মিশে যাচ্ছে রোহিঙ্গারা

কক্সবাজার প্রতিনিধি

  ৩১ অক্টোবর ২০১৭, ২৩:১৭

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে মিল থাকায় স্থানীয়দের সঙ্গে সহজে মিশে যাচ্ছে রোহিঙ্গারা। নানা কৌশলে কক্সবাজারের নির্ধারিত ক্যাম্প থেকে ছড়িয়ে পড়ছে গ্রাম, গঞ্জ ও শহরে।

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের মুখে জীবন বাঁচাতে প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশ করছে হাজারো রোহিঙ্গা।

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ, জালিয়াপাড়া, হোয়াইক্ষ্যং লম্বাবিল, উখিয়ার আঞ্জুমানপাড়াসহ একাধিক সীমান্ত পয়েন্টে দিয়ে হেটে কিংবা নৌকায় বাংলাদেশে ঢুকছে তারা। এদের অধিকাংশই আশ্রয় নিচ্ছে উখিয়া-টেকনাফের ১২টি রোহিঙ্গা ক্যাম্পে। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে মিল থাকায় তাদের কেউ কেউ মিশে যাচ্ছে স্থানীয়দের সঙ্গে। ছড়িয়ে পড়ছে গ্রাম-গঞ্জ ও শহরে।

এদিকে রোহিঙ্গাদের ক্রমাগত অনুপ্রবেশে সংখ্যালঘু হয়ে পড়ছেন স্থানীয়রা। সাম্প্রতিক সময়ে তাদের আক্রমণাত্মক কর্মকাণ্ডে উদ্বিগ্ন তারা।

কক্সবাজার উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান জানান, রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকানোর পাশাপাশি তাদের সরকার নির্ধারিত ক্যাম্পে স্থানান্তরিত করা হচ্ছে।

রোহিঙ্গারা যাতে কোনোভাবেই নির্ধারিত ক্যাম্পের বাহিরে ছড়িয়ে যেতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh