• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

পটুয়াখালী প্রতিনিধি

  ২৪ অক্টোবর ২০১৭, ১৭:১৯

পটুয়াখালীতে বিমল দাস হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বাসু দেব রায় এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিজানুর রহমান মিজান (২৫) ও তার সহযোগী কামাল মিয়া (২০)।

মামলা সূত্রে জানা যায়, নিহত বিমল চন্দ্র দাসের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে চালাত আসামি মিজান। কিন্তু টাকা পরিশোধ না করায় বিমল দাস মোটরসাইকেল আটকে দেয়।

এর জের ধরে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাত পৌনে নয়টায় আসামিরা বিমল দাসকে লাউকাঠি নদীতে একটি ট্রলারে উঠিয়ে নেয়। পরে সেতুর পশ্চিম পাশে নিয়ে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়।

পরদিন সকালে বিমল দাসের মেয়ে প্রিয়াংকা দাস শিলা বাদী হয়ে মিজানুর রহমান মিজান ও তার সহযোগী কামাল মিয়ার বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা করেন। এর দুই দিন পর নদী থেকে বিমল দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই বছর সাত ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ২২ জন সাক্ষীর শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আদালত এ রায় দেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh