• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাবিতে অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দেয়ায় তরুণ আটক

রাজশাহী প্রতিনিধি

  ২২ অক্টোবর ২০১৭, ১৪:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যের হয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দেয়ার সময় রবিউল ইসলাম নামে এক তরুণকে আটক করেছে কর্তৃপক্ষ।

রোববার সকাল সাড়ে ৮টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই’ ইউনিটের সাব-ইউনিট-১ এর পরীক্ষা চলাকালে দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আটক রবিউল ইসলামের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রক্টর বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আব্দুল মতিন নামের ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিল রবিউল। বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে মতিহার থানা পুলিশে দেয়া হয়েছে।

মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, আটককৃত রবিউল ইসলাম কোথাকার শিক্ষার্থী এটা জানা যায়নি। তার বিরুদ্ধে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হবে।

রোববার সকাল সাড়ে ৮টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই’ ইউনিটের সাব-ইউনিট ‘ই-১’ -এর পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষার মৌসুম শুরু হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
তারাবির নামাজ পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আসনপ্রতি লড়বে ১৫ জন
X
Fresh