• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোলায় নৌকাডুবি ও বাঁধ ধসে নিহত ২, নিখোঁজ ৪

ভোলা প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৭, ২২:৩৪

ভোলায় ঝড়ের তোড়ে শনিবার ৩ কৃষকসহ নৌকাডুবি হয়েছে। এদের মধ্যে দুজনকে উদ্ধার করা হলেও আব্দুল খালেক নামের ৬০ বছর বয়সী এক কৃষক নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার তারা ঘাস কাটতে যান। তবে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা।

এ সময় নৌকা উল্টে ৩ জন নিখোঁজ হন। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে, মনপুরা উপজেলার ফকিরদোন এলাকায় নবনির্মিত বাঁধ ধসে পানি প্রবেশ করায় ঘরসহ একটি পরিবার ভেসে গেছে। ওই পরিবারের ৩ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজরা হচ্ছেন মোঃ ইলিয়াস, মোঃ রুহুল আমিন, মোঃ রাহাত। এদের উদ্ধারে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি টিম অভিযান শুরু করেছে।

ভোলা শহর রক্ষা বাঁধের যে অংশ ধসে গেছে, ওই এলাকায় পানি প্রবেশ বন্ধে স্থানীয়রা কাজ করছেন।

ঝড়ের কারণে ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সারাদিন বন্ধ থাকলেও সন্ধ্যায় অপর ৫ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে আরটিভি অনলাইনকে জানান, পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক কেফায়েত উল্লাহ।

অপরদিকে, রোববার রাতে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো লঞ্চ ছেড়ে যায় নি।

দুপুরে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের এক নির্দেশের ফলে ওই লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

ভোলা-লক্ষীপুর রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা
শিক্ষার্থীকে যেই স্পর্শ করে সেই অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে ৩৫
X
Fresh