• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২০ অক্টোবর ২০১৭, ১৩:২৪

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল আটটার দিকে বন্দর এলাকার খন্দকার ডগইয়ার্ডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন মো. বিল্লাল (৪০), সোহরাব হোসেন (২০), কবীর হোসেন (৩৫) এবং মো. কাশেম (৪০)।

খন্দকার ডগইয়ার্ডের অপর শ্রমিক হাফিজ জানান, সকালে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে চারজন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে ওই চার শ্রমিক দগ্ধ হয়েছেন এই বিষয়ে কিছু বলতে পারেনি হাফিজ।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধ চারজন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের শরীরের কত পার্সেন্ট দগ্ধ হয়েছে এ বিষয়ে কিছু বলতে পারেননি এসআই বাচ্চু মিয়া।

এদিকে দগ্ধ শ্রমিকদের পরিবারগুলো কান্নায় ভেঙে পড়ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষগুলোর এই অবস্থার জন্য তারা অসহায় হয়ে পড়েছেন।

আগুনে দগ্ধ এক শ্রমিকের স্বজন জানান, এমনিতেই আমাদের সংসার চলে না। হঠাৎ এই দুর্ঘটনায় আমরা দু’চোখে অন্ধকার দেখছি। আমাদের পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh