• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা অনুপ্রবেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে হারিয়ে যাচ্ছে সবুজের সমারোহ

বান্দরবান প্রতিনিধি

  ১৮ অক্টোবর ২০১৭, ১৩:২৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে হারিয়ে যাচ্ছে সবুজের সমারোহ। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা ফসলি জমি, বনের গাছ আর পাহাড় কেটে বসতি গড়ে তোলায় বদলে যাচ্ছে পরিবেশ। এতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

মাত্র দুই মাস আগেও সবুজে ঘেরা ছিল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। কিন্তু এখন তা পরিণত হয়েছে বিরান ভূমিতে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা নাইক্ষ্যংছড়ি সীমান্তে কয়েক হাজার একর পাহাড়ি ভূমি দখল করে তৈরি করেছে বসতি। বনজ ও ফলদ বাগান উজাড় করার পাশাপাশি জমিতেও ঘরবাড়ি তুলছে রোহিঙ্গারা।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, সরকারের নির্দেশনা অনুসারে অন্যত্র সরিয়ে নেয়া হবে মিয়ানমার থেকে আসা এসব রোহিঙ্গাদের।

এদিকে স্থানীয়দের আশঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে গোটা এলাকা। পাহাড়ে আবারো সবুজের আবহ ফিরিয়ে আনতে বড় আকারে বনায়ন কর্মসূচি চান তারা।

গেলো ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় উগ্রপন্থি বৌদ্ধরা মুসলিম রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন শুরু করে। এরপর থেকে জাতিসংঘের হিসাবে পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে অন্তত পাঁচ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। জাতিসংঘ একে ‘গণহত্যা’ ও ‘জাতিগত নিধন’ আখ্যায়িত করেছে।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প
সবুজে ছেয়ে গেছে তিস্তারচর
ট্রাকচাপায় নিহত অন্তঃসত্ত্বা স্ত্রী, প্রাণে বাঁচলেন স্বামী
রাজধানীতে অবৈধ বেতারযন্ত্রসহ গ্রেপ্তার ১
X
Fresh