• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাভারে ১২ মণ মা ইলিশসহ আটক ৩

সাভার প্রতিনিধি

  ১৩ অক্টোবর ২০১৭, ১৫:১১

সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার একটি বাড়ি থেকে ১২ মণ মা ইলিশসহ তিন জন মৎস্য ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, দুলাল সরকার (৫০), নিরঞ্জন রাজবংশী (৩৯) ও সোমেন মিয়া (৩০)।

শুক্রবার সকালে মাছসহ ওই তিন জনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই শরিফ আহমেদ আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকালে বাইপাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১২ মণ মা ইলিশসহ দুলাল সরকার, নিরঞ্জন রাজবংশী ও সোমেন মিয়া নামের তিন মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে সাড়ে চার হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেন। পরে ইলিশ মাছগুলো সাভারের বিভিন্ন মাদরাসায় বিতরণ করা হয়।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশগুলো বিক্রির জন্য আনা হয়েছিল। মাছগুলোর দাম দুই লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান আরটিভি অনলাইনকে জানান, মা ইলিশ রক্ষায় সাভারের বাজারগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh