• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খালেদার গ্রেপ্তারি পরোয়ানা রাজনৈতিক ষড়যন্ত্র নয়: কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১০ অক্টোবর ২০১৭, ১৭:১১

বিএনপির নেত্রী খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা আদালত জারি করেছে। তা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়। তাই বিএনপিকে বিষয়টি আদালতের মাধ্যমেই মোকাবেলা করতে হবে।

মঙ্গলবার সকালে সোনারগাঁয়ে মেঘনা ঘাট টোলপ্লাজা পরিদর্শনে আসেন মন্ত্রী। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রণালয় ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, আদালত যখন সরকারের বিরুদ্ধে রায় দেন তখন বিএনপি নেতাদের খুশির অন্ত থাকে না। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রায় হলে তারা সেখানে যড়যন্ত্রের গন্ধ খুঁজেন। এটা দ্বিচারিতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আগামী ১ নভেম্বর থেকে এক্সেল লোড নীতিমালা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এজন্য আরো দুইটি ওয়েং স্ক্যাল আনা হচ্ছে। এটি স্থাপনের পর কোনো রকম অনিয়ম মানা হবে না। এজন্য তিনি পরিবহন মালিকদেরও সর্তক হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মেঘনা, গোমতী ও কাঁচপুর নতুন সেতু চালু না হওয়া পর্যন্ত এই তিন সেতু এলাকা যানজট মুক্ত হবে না। তবে যানজটকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করা হচ্ছে।

এছাড়া অতিরিক্ত মালবোঝাই যানবাহনের কারণে মহাসড়কের মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘আব্বা বাহিনী’র আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ
X
Fresh