মোটরসাইকেলে এসে ৩ যুবক বাসে আগুন দেয়: বাসচালক
আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে রাজধানীর মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ হয়। এ সময় তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন কারা দিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার রাতে সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এদিকে আগুন লাগা একটি বাসের চালক মো. সানাউল্লাহ জানান, আমি বাসটি মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের শান্ত ফিলিং স্টেশনের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এসময় মোটরসাইকেলে এসে ৩ যুবক বাসে উঠে। তারপর আমাদের বলেন, তাড়াতাড়ি নাম। নইলে তোর শরীরে ঢাইলা দিলাম। ওই যুবকদের হুমকির পর বাস থেকে লাফ দিয়ে নেমে যাই।
তিনি আরও বলেন, তাদের কাছে একটি বোতলে পেট্রল ও দেশলাই ছিল। ২ মিনিটের মধ্যে আগুন দিয়ে তারা মোটরসাইকেলে উল্টো পথ দিয়ে যাত্রাবাড়ীর দিকে দ্রুত চলে যান। পরে আশপাশের লোকজন বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসচালক সানাউল্লাহর দাবি বাসে আগুন দেওয়ার সময় আশপাশে পুলিশ ছিল।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকা-ভৈরব রুটে চলাচল করা তিশা পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পাশের শান্ত ফিলিং স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
এর আগে একই স্থানে স্বদেশ পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেটিও পুড়ে যায়। এ ছাড়া শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিলেও সে আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
মন্তব্য করুন